Ridge Bangla

শাকিবের কণ্ঠে ‘তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি’

ঢালিউড কিং শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’-এর প্রথম ট্রেলার প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই ট্রেলার দেখে উত্তেজিত হয়েছে শাকিবের অনুরাগীরা। আগে থেকেই জানা ছিল, এদিন আসছে সিনেমার ফার্স্ট ট্রেলার।

মাত্র ৩৪ সেকেন্ডের ট্রেলারে উঠে এসেছে বাংলাদেশের দুর্নীতি ও সিন্ডিকেটের ভয়াবহতার চিত্র। পাশাপাশি ভেসে ওঠে জাতীয় পতাকা এবং দেশের পরিচিত স্থাপনা। ট্রেলারে দেশের জন্য লড়াইয়ের প্রতিশোধের বার্তা ফুটে ওঠে। এসব দেখে বোঝা যায়, সিনেমায় শাকিব একজন খাঁটি দেশপ্রেমিক চরিত্রে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে নামবেন।

ট্রেলারে সরাসরি দেখা যায়নি শাকিবকে; তবে একটি মোশন পোস্টারের মাধ্যমে তার উপস্থিতি বোঝানো হয়েছে। ট্রেলার শেষে শাকিবের কণ্ঠ শ্রোতাদের প্রশ্ন তোলে, “তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি?” এই সংলাপ ট্রেলারের মূল আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে।

ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে প্রযোজনা সংস্থা ‘সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স’-এর ফেসবুক পেজে শাকিবের অনুরাগীরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য থেকে বোঝা যায়, সকলেই ট্রেলারটি পছন্দ করেছেন। ট্রেলারটি শাকিবের নিজস্ব ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয় গত রোববার (৫ অক্টোবর), রাজধানীর ৩০০ ফুট এলাকায়। সিনেমাটির পরিচালনা করছেন সাকিব ফাহাদ। শাকিবের বিপরীতে থাকছেন তানজিন তিশা। এছাড়া অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী এবং এবিএম সুমন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন