শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে দেওয়ায় অ্যাম্বুলেন্সের ভেতরেই নবজাতকের মৃত্যুর ঘটনায় সবুজ দেওয়ান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। শনিবার ভোরে সদর উপজেলার বেড়া চিকন্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন।
গ্রেপ্তারকৃত সবুজ সদর উপজেলার ধানুকা এলাকার বাসিন্দা এবং জেলা সিভিল সার্জনের গাড়িচালক আবু তাহের দেওয়ানের ছেলে। এই ঘটনায় শিশুটির বাবা নূর হোসেন সরদার বাদী হয়ে শুক্রবার রাতে পালং মডেল থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন।
এজাহারে বলা হয়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া অসুস্থ নবজাতককে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে স্থানীয় অ্যাম্বুলেন্সচালক সবুজ ও তার বাবা আবু তাহের ভাড়া করা অ্যাম্বুলেন্সে বাধা দেন। একপর্যায়ে চালকের কাছ থেকে চাবি কেড়ে নিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। দেড় ঘণ্টা আটকে থাকার কারণে অ্যাম্বুলেন্সের ভেতরেই নবজাতকের মৃত্যু হয়।
শিশুর বাবা নূর হোসেন প্রশাসনের কাছে সংশ্লিষ্ট সবার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।