Ridge Bangla

শরীয়তপুরের নতুন জেলা প্রশাসক তাহসিনা বেগম

শরীয়তপুর জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগম। আগের জেলা প্রশাসককে প্রত্যাহারের দুই সপ্তাহ পর এই পদে তাকে নিয়োগ দিল অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তাহসিনা বেগমকে শরীয়তপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, গত ১৯ জুন রাতে শরীয়তপুরের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে দেশজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়। এর পরদিন, ২১ জুন তাকে জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। পরবর্তীতে ২২ জুন তার বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী আচরণের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

আরো পড়ুন