বিদেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ওয়ার্ক পারমিট তথা কর্মসংস্থানের অনুমতিপত্রের (ইএডি) মেয়াদ কমিয়েছে যুক্তরাষ্ট্র। পূর্বে যেখানে মেয়াদ ছিল পাঁচ বছর, এখন সেখান থেকে কমিয়ে মাত্র ১৮ মাস করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি নাগরিকরা আগে পাঁচ বছর অন্তর ইএডি নবায়ন করতেন। নতুন নিয়ম অনুযায়ী, এখন তাদের প্রতি ১৮ মাসে এটা নবায়ন সম্পন্ন করতে হবে। এক ঘোষণায় মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ইউএসসিআইএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শরণার্থী ও আশ্রয়প্রার্থীর পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকি থেকে বেঁচে যাওয়া অভিবাসীসহ মোট ১৯টি বিভাগের বিদেশিদের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে।
নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি পূরণে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই অভিবাসন নীতি কঠোর করে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই দেশজুড়ে শুরু হয় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান।
বৈধ অভিবাসনেও কঠোরতা আনতে ট্রাম্প প্রশাসন নানা পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে সবচেয়ে আলোচিত এইচ–১বি ভিসার ফি বাড়ানো। একসময় এই ফি ছিল মাত্র ১,৫০০ ডলার। ট্রাম্প প্রশাসন সেটি বাড়িয়ে করেছে ১ লাখ ডলার।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানান, ৩০টিরও বেশি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।