Ridge Bangla

শনিবার সিলেটে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার (১৩ সেপ্টেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিতরণ লাইন মেরামত এবং ট্রান্সফরমারের জরুরি সংস্কারকাজের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এবং বিভাগ-২ পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৪ ঘণ্টা সিলেট নগরীর ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইনের নির্মাণকাজ চলবে। এই কারণে ৩৩/১১ কেভি লাক্কাতুরা ও আম্বরখানা উপকেন্দ্রের সব ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রভাবিত এলাকায় রয়েছে এয়ারপোর্ট থানা, কাকুয়ারপাড়, বঙ্গ বাজার, লাক্কাতুরা বাজার, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), মুসলিম পাড়া, মালনীছড়া, বাঁশবাড়ি গলির মুখ, আঙ্গুরমিয়ার গলির মুখ, রুপসা আবাসিক এলাকা, খাসদবীর প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়া গলি, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক এলাকা, দারুস সালাম মাদরাসা রোড, পর্যটন এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, মহালদিক, উমদারপাঙা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, আলাইবহর, লিলাপাঙা, দাপনাটিলা, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট এবং সংলগ্ন এলাকার কিছু অংশ।

বিউবো কর্তৃপক্ষের অনুরোধ, বিদ্যুৎ বিচ্ছিন্নকালে স্থানীয়রা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের পর কাজ সচলভাবে চলবে। যেসব এলাকায় জরুরি পরিষেবা রয়েছে, সেগুলোর জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন