বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি আগামী শনিবার (২ আগস্ট) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, ডা. শফিকুর রহমানের হৃৎপিণ্ডের তিনটি প্রধান রক্তনালিতে জটিলতা ধরা পড়ায় চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। এ অবস্থায় আমিরের দ্রুত সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য দেশ-বিদেশে অবস্থানরত নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “প্রিয় রাহবারের সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্য কামনায় সবাই নফল ইবাদতের মাধ্যমে দোয়া করুন। নফল সালাত, নফল রোজা ও আল্লাহর রাস্তায় দান-সদকার মাধ্যমে দোয়া করা যেতে পারে।”
তিনি আরও বলেন, “আগামীকাল জুমার দিনে মসজিদে-মসজিদে দ্বিনি ভাইদের সঙ্গে নিয়ে বিশেষ মোনাজাতের আয়োজন করুন, যেন আল্লাহ তা’য়ালা প্রিয় আমিরকে পূর্ণ সুস্থতা ও শক্তি দান করে দ্বীনের ময়দানে ফিরিয়ে আনেন।”
জামায়াতের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আমিরের দ্রুত আরোগ্যের জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।