Ridge Bangla

শতাব্দী পর সাঁতারুর কোলাহলে মুখরিত সীন নদী

এক শতাব্দীরও বেশি সময় পর জনসাধারণের সাতারের জন্য উন্মুক্ত করা হলো ফ্রান্সের ঐতিহাসিক সীন নদী। প্যারিসের কেন্দ্র দিয়ে বয়ে চলা এই নদীতে গত সপ্তাহের শেষ দিকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে, যারা নদীর জলে অবগাহন করে যুগান্তকারী এই মুহূর্তকে স্মরণীয় করে রাখেন।

প্যারিস অলিম্পিক ২০২৪-এর প্রস্তুতির অংশ হিসেবে শহর কর্তৃপক্ষ দীর্ঘমেয়াদি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সীন নদীকে দূষণমুক্ত করে তোলে। এতদিন এই নদীতে দূষণের কারণে সাঁতার কাটা নিষিদ্ধ ছিল। তবে পরিবেশবাদী আন্দোলন ও অবৈধভাবে নদীতে সাঁতার কাটতে আসা ব্যক্তিদের দাবির মুখে প্রশাসন নদীটিকে পর্যাপ্তভাবে নিরাপদ করে তোলে এবং আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত ঘোষণা করে।

সীন নদী উন্মুক্তকরণের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা রাখেন প্যারিসের বিদায়ী মেয়র অ্যান হিদালগো। তিনি নিজে নদীতে সাঁতার কেটে নাগরিকদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন।

প্যারিস প্রশাসন জানিয়েছে, নদীর পানি বিশুদ্ধ করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির সাহায্যে জলজ ব্যবস্থাপনা এবং নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এর ফলে এই ঐতিহাসিক নদী এখন শুধু একটি নৌযান চলাচলের পথ নয়, বরং প্যারিসবাসীর জন্য একটি বিনোদন ও অবকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র।

এই উদ্যোগকে অনেকে পরিবেশবান্ধব নগর উন্নয়নের মাইলফলক হিসেবে দেখছেন। একইসঙ্গে এটি প্যারিসকে একটি টেকসই ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার চেষ্টারও অংশ।

আরো পড়ুন