বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নতি হয়েছে। লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স বুধবার (২৪ জুলাই) প্রকাশিত ২০২৫ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশ ৯৭তম থেকে উঠে এসেছে ৯৪তম স্থানে।
এই সূচকে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। যদিও ভ্রমণ স্বাধীনতার দিক থেকে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে, তবে ক্রমাগত অগ্রগতি আশাব্যঞ্জক। একই অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন ও আফ্রিকার দেশ ইরিত্রিয়া।
এবারের সূচক তৈরিতে ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিশ্লেষণ করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান ৭৭তম, যেখানে পাকিস্তান রয়েছে ৯৬তম স্থানে।
শীর্ষস্থান দখলে রেখেছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া (১৯০ দেশ)। তৃতীয় অবস্থানে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন (১৮৯ দেশ)। এরপর চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, সুইডেন এবং নিউজিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড।
যুক্তরাজ্য রয়েছে ষষ্ঠ স্থানে এবং যুক্তরাষ্ট্র অবস্থান করছে ১০ম স্থানে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা পরিস্থিতির ওপর ভিত্তি করেই পাসপোর্ট সূচকে দেশের অবস্থান নির্ধারিত হয়। বাংলাদেশের পাসপোর্টে সামান্য অগ্রগতি সেই অর্থে ইতিবাচক বার্তা দেয়।