Ridge Bangla

ল্যাভেন্ডারের বাগানে থেকে যেতে চান মেহজাবীন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার অনবদ্য অভিনয় দিয়ে বহুদিন ধরেই দর্শকদের মুগ্ধ করে আসছেন। নাটকের ব্যস্ততা থেকে খানিকটা বিরতি নিয়ে এখন তিনি ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশে। বর্তমানে তিনি অবস্থান করছেন কানাডার লাভালে এবং সেখানকার আনন্দঘন মুহূর্তগুলো নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

শনিবার (১৯ জুলাই ২০২৫) দুপুরে মেহজাবীন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাভালের বিখ্যাত ল্যাভেন্ডার ফুলের বাগানে তোলা বেশ কিছু মনোমুগ্ধকর ছবি শেয়ার করেন। ছবিগুলোতে তাকে দেখা যায় বেগুনি ল্যাভেন্ডারের বাগানে কখনো বসে থাকতে, কখনো চোখ বন্ধ করে ফুলের ঘ্রাণ নিতে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি যদি এখানে স্থায়ীভাবে চলে আসি, অবাক হবেন না।’

পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের ভালোবাসায় ভরে ওঠে কমেন্ট বক্স। প্রায় ৩৪ হাজার লাইক এবং হাজারো রিয়েকশনে ভক্তরা মুগ্ধতা প্রকাশ করেন। কেউ লিখেছেন, ‘ফুল বাগানে ফুলের দেখা’, আরেকজন মন্তব্য করেছেন, ‘বেগুনি রঙটা তোমার জন্যই!’ আবার কেউ ব্যান্ড মডার্ন টকিং-এর গানের কথা উল্লেখ করে লিখেছেন, ‘চেরি চেরি লেডি।’

অভিনয়ে যেমন মুগ্ধতা ছড়ান, তেমনি ক্যামেরার বাইরেও জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন মেহজাবীন। লাভালের ল্যাভেন্ডার বাগানে তার এই রঙিন ও প্রাণবন্ত রূপ দেখে দর্শকরা যেন হারিয়ে যাচ্ছেন প্রকৃতির সৌন্দর্য, প্রশান্তি আর এক টুকরো স্বপ্নের জগতে। ভক্তদের মন্তব্যেই স্পষ্ট—ল্যাভেন্ডারের বাগানে বেগুনি শাড়ি বা পোশাকে এই অভিনেত্রী যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছেন। তার ছবিগুলো অনুরাগীদের মনে এনে দিয়েছে এক মধুর প্রশান্তি।

আরো পড়ুন