Ridge Bangla

লোহিত সাগরে হুথিদের হামলায় কার্গো জাহাজ ডুবে নিহত ৪, নিখোঁজ ১৫

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় আবারও লোহিত সাগরে ইসরায়েলমুখী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি সমর্থিত বাহিনী। বুধবার লাইবেরিয়ার পতাকাবাহী এবং গ্রিসের মালিকানাধীন ‘ইটারনিটি সি’ নামের কার্গো জাহাজটি হুথিদের হামলার পর ডুবে যায়। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

হামলায় অন্তত চারজন নাবিক নিহত হয়েছেন এবং এখন পর্যন্ত ১৫ জন নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ছয়জন নাবিককে। এর আগের দিনও হুথিরা ‘ম্যাজিক সিস’ নামে একটি ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ডোবানোর দাবি করেছিল।

বুধবারের ঘটনার পর ইয়েমেনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এইলাত বন্দরের দিকে যাওয়া জাহাজটি তাদের পক্ষ থেকে বারবার সতর্কতা উপেক্ষা করে অগ্রসর হচ্ছিল, ফলে বাধ্য হয়ে হামলা চালানো হয়। তারা আরও জানায়, এই অভিযানে মানববিহীন ভেহিকল, ছয়টি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। হামলার অডিও ও ভিডিও নথিভুক্ত করা হয়েছে।

হুথি বাহিনী জানায়, তারা লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলমুখী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সেটি বহাল থাকবে। যদি কোনো দেশ বা কোম্পানি এই নিষেধাজ্ঞা অমান্য করে, তাহলে তা ভয়াবহ পরিণতির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “গাজায় গণহত্যা ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ অভিযান চলবে। জাহাজ ও নাবিকদের নিরাপত্তার স্বার্থে কোম্পানি ও দেশগুলোকে আবারও সতর্ক করা হচ্ছে, জায়নবাদী সত্তার সঙ্গে লেনদেন চালালে আমরা চুপ থাকব না।”

আরো পড়ুন