নরসিংদীর জেলা জজ আদালতে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছেন চুরি মামলার এক সন্দেহভাজন আসামি। সোমবার (১৪ জুলাই) দুপুরে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের সময় আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যান তিনি।
জানা গেছে, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা রিয়াজুল ইসলাম হৃদয় (২৫) নামের ওই যুবক একটি অটোরিকশা চুরির মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে হাজির হন। বিচারক রুবায়েত আক্তার শিফার আদালতে শুনানিকালীন হঠাৎ বিদ্যুৎ চলে গেলে আদালত কক্ষে কিছু সময়ের জন্য অন্ধকার নেমে আসে। সেই সুযোগে রিয়াজুল সবার চোখ ফাঁকি দিয়ে অদৃশ্য হয়ে যান।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম জানান, ঘটনাটি সত্য এবং দুঃখজনক। তিনি বলেন, “লোডশেডিংয়ের সময় নিরাপত্তা ঘাটতির সুযোগেই ওই আসামি পালিয়ে যান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
পলায়নের পরপরই আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন সংস্থাকে সতর্ক করা হয়েছে।
রিয়াজুলকে গত ৭ জুলাই রায়পুরা থানা পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত চলছিল। এ ঘটনায় আদালতের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, লোডশেডিংয়ের মতো পরিস্থিতিতে জরুরি নিরাপত্তা পরিকল্পনা না থাকায় আসামির পলায়ন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।