মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, “ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে ইসরায়েলি হামলার তীব্রতা। এতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ট্রেনের হর্ন বাজানোর সিদ্ধান্ত নিয়েছেন লোকোমোটিভ মাস্টাররা।”
তিনি আরো বলেন, “ইসরায়েলের বর্বোচিত গণহত্যার প্রতিবাদে আমরা ৯ এপ্রিল (বুধবার) বেলা ১১টায় ৩০ সেকেন্ড হর্ন বাজানোর সিদ্ধান্ত নিয়েছি।”
মজিবুর রহমান জানান, “সারা বাংলাদেশে যে লোকোমোটিভ যেখানে থাকবে (ট্রেনে, শেডে ও সান্টিংয়ে), একসঙ্গে ৩০ সেকেন্ড হর্ন বাজিয়ে ইসরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছে, মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা তার তীব্র নিন্দা এবং নিকৃষ্টতম গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো হর্ন বাজিয়ে।”