Ridge Bangla

লুৎফরের গানে প্রশংসিত পূর্ণিমা বৃষ্টি

বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পরিচিতি পাওয়া মডেল পূর্ণিমা বৃষ্টি এখন নাটক ও চলচ্চিত্রে নিজের অবস্থান পাকাপোক্ত করছেন। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছে গায়ক লুৎফর হাসানের নতুন গান আকাশ হয়ে যাই। গানটির কথা লিখেছেন জাহিদ আকবর এবং সুর-সংগীত করেছেন তরিক।

এই গানের মিউজিক ভিডিওতে পূর্ণিমা বৃষ্টি ও লুৎফর হাসান নিজেরাই মডেল হয়েছেন। ভিডিওতে পূর্ণিমার অভিনয় শ্রোতা-দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। পূর্ণিমা বলেন, “এই গানটির ভিডিওতে কাজ করে আমি দারুণ সাড়া পেয়েছি। অনেকে প্রশংসা করেছেন, যা ভবিষ্যতের পথচলায় আমাকে অনুপ্রাণিত করছে।”

সম্প্রতি পূর্ণিমা অভিনয় করেছেন ইন্টারন্যাশনাল গুণ্ডাপালিয়ে বিয়ে নামে দুটি টিভি নাটকে, যার পরিচালনায় ছিলেন সেখান সেলিম। নাটক দুটি শিগগিরই প্রচারিত হবে। পূর্ণিমা বলেন, “এই দুটি নাটকের গল্প অসাধারণ। দুটি চরিত্রই আমার পছন্দের মতো। চেষ্টা করেছি মন দিয়ে অভিনয় করতে। আশা করি, দর্শকের ভালো লাগবে।”

ভবিষ্যতে নাটকে নিয়মিত কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি মানসম্মত মিউজিক ভিডিওতেও কাজ করতে চান। সামনে তাঁকে দেখা যাবে বোম্বে সুইটসযমুনা এসি-এর দুটি বিজ্ঞাপনে। মুক্তির অপেক্ষায় আছে সৌরভ কুণ্ডু পরিচালিত চলচ্চিত্র গিরগিটি, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন এবিএম সুমন। এর আগে পূর্ণিমা অভিনয় করেছেন ঢাকা ড্রিম সিনেমাতেও।

বর্তমানে পূর্ণিমা বৃষ্টি নাটক, সিনেমা ও বিজ্ঞাপনের ব্যস্ততায় নিজের শিল্পীসত্তাকে আরও সমৃদ্ধ করতে চান।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন