Ridge Bangla

লিবিয়া থেকে দেশে ফিরতে নিবন্ধন করেছেন দুই হাজারের বেশি বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফেরার জন্য বর্তমানে ২ হাজারের বেশি বাংলাদেশি স্বেচ্ছায় নিবন্ধন করেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় তাদের পর্যায়ক্রমে দেশে ফেরানো হবে বলে জানিয়েছে ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

রোববার (২০ জুলাই) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিসরাতা সফর করে। সেখানে স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে দেখা করে তাদের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয় এবং এক গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে প্রবাসীরা ভিসা, আকামা, নিরাপত্তা, আর্থিক লেনদেনসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত জানান, ২০২৫ সালের মধ্যে লিবিয়ায় ই-পাসপোর্ট সেবা চালু করার লক্ষ্যে কাজ চলছে। তিনি বলেন, পাসপোর্ট হারালে দূতাবাসের সার্টিফিকেট নিয়ে স্থানীয় থানায় জিডি করতে হবে।

রাষ্ট্রদূত প্রবাসীদের নিরাপত্তা ও আইনি পথেই রেমিট্যান্স পাঠানোর পরামর্শ দেন। তিনি বলেন, লিবিয়ার বর্তমান পরিস্থিতি ঝুঁকিপূর্ণ, তাই সচেতনভাবে চলাফেরা করতে হবে। পাশাপাশি সরকারি স্কিম, যেমন ‘প্রবাসী সঞ্চয়পত্র’-এ অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান।

গত দেড় বছরে আইওএম-এর সহায়তায় ৫,৫০০-এর বেশি বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। বর্তমানে নতুন নিবন্ধিত ২,০০০ অভিবাসীকেও ধাপে ধাপে দেশে ফেরত পাঠানো হবে।

প্রতিনিধি দল মিসরাতা শহরে ২১৮ জন অভিবাসীর আইওএম-এ নিবন্ধনে সহায়তা করে এবং বিভিন্ন কনস্যুলার ও কল্যাণ সেবা প্রদান করে। এ সময় আশপাশের অঞ্চল থেকে অনেক প্রবাসী দূতাবাসের সেবা গ্রহণ করেন।

আরো পড়ুন