Ridge Bangla

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৪২ অভিবাসনপ্রত্যাশী

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা অবস্থায় লিবিয়ার উপকূলে এক নৌকাডুবিতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন। তাদের জীবিত থাকার সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

আইওএম বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে গত ৮ নভেম্বর। ছয় দিন ধরে সমুদ্রে ভেসে থাকার পর মাত্র সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বেঁচে যাওয়া সাতজনের মধ্যে চারজন সুদানি, দুইজন নাইজেরিয়ান এবং একজন ক্যামেরুনের নাগরিক।

নৌকায় মোট ৪৯ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ৪৭ জন পুরুষ ও দুইজন নারী। বেঁচে ফেরা ব্যক্তিরা জানিয়েছেন, নৌকাটি ৩ নভেম্বর ভোরের দিকে লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জুওয়ারা থেকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর প্রায় ছয় ঘণ্টা পর প্রবল ঢেউয়ের কারণে নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং নৌকাটি উল্টে যায়। এতে সব যাত্রী নৌকা থেকে ছিটকে পড়েন।

আইওএমের তথ্যানুযায়ী, নিখোঁজদের মধ্যে ২৯ জন সুদানি, ৮ জন সোমালি, ৩ জন ক্যামেরুন এবং ২ জন নাইজেরিয়ান। বেঁচে যাওয়া সাতজনের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ বছরের মধ্যে লিবিয়ার এই সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় অন্তত এক হাজারের বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই বিপজ্জনক পথে অভিবাসন প্রক্রিয়া অব্যাহত থাকায় মানবিক সংকট এবং আরও প্রাণহানির ঝুঁকি রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন