Ridge Bangla

লিওনার্দোর অস্কারজয়ী পরিচালকের ছবি ফিরিয়ে দিলেন ফাহাদ ফাসিল

মালয়ালম সিনেমার বহুমুখী অভিনেতা ফাহাদ ফাসিল আজ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রতিভাবান নাম। ‘২২ ফিমেল কোট্টায়ম’, ‘মহেশিন্তে প্রতিকারাম’ থেকে শুরু করে সাম্প্রতিক ‘আভেশম’— প্রতিটি ছবিতেই অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। এমনকি তেলেগু ব্লকবাস্টার ‘পুষ্পা’–তেও তার পারফরম্যান্স বিশেষভাবে আলোচিত হয়।

তবে অনেকের অজানা যে, ফাহাদকে একসময় ডাক এসেছিল সরাসরি হলিউড থেকে। প্রস্তাব এসেছিল অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর কাছ থেকে, যিনি ‘বার্ডম্যান’ এবং ‘দ্য রেভেন্যান্ট’–এর মতো ছবির জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। লিওনার্দো ডি ক্যাপ্রিও ‘দ্য রেভেন্যান্ট’-এ অভিনয় করে অস্কার জিতেছিলেন, আর সেই নির্মাতার পরবর্তী প্রজেক্টেই সুযোগ পেয়েছিলেন ফাহাদ।

কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রস্তাব ফিরিয়ে দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাহাদ নিজেই জানান, মূল সমস্যা হয়েছিল তার উচ্চারণ (অ্যাকসেন্ট) নিয়ে। তাকে বলা হয়েছিল, নিখুঁত উচ্চারণের জন্য অন্তত তিন–চার মাস আমেরিকায় থাকতে হবে। কিন্তু প্রযোজকরা সেই খরচ বহন করতে রাজি হননি। তাই বাধ্য হয়ে তিনি নিজেই পিছিয়ে আসেন।

ফাহাদের ভাষায়— “না, আমাকে পরিচালক প্রত্যাখ্যান করেননি। তবে হয়তো উনি বুঝেছিলেন, আমি তার লেখা চরিত্রের সঙ্গে মানিয়ে যাচ্ছি না। এরকম অনেক ছবিই আমি হারিয়েছি। কিন্তু আমার আসল সাফল্য ঘটেছে মালয়ালম সিনেমাতেই। ভবিষ্যতেও চাই, আমার জীবনের মোড় ঘুরুক কেরালার মাটিতেই।”

ইনারিতুর নতুন আন্তর্জাতিক প্রজেক্টে ইতোমধ্যে যুক্ত হয়েছেন টম ক্রুজ, স্যান্ড্রা হুলার, জন গুডম্যান, জেসি প্লেমনস, সোফি ওয়াইল্ড, রিজ আহমেদসহ আরও অনেক তারকা। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের অক্টোবরে। কাহিনিটি আবর্তিত হয়েছে এমন এক প্রভাবশালী ব্যক্তিকে ঘিরে, যিনি নিজের তৈরি মহাবিপর্যয় ঠেকাতে মরিয়া হয়ে ওঠেন।

এদিকে ফাহাদকে সর্বশেষ দেখা গেছে ‘মারিশান’ ছবিতে। বর্তমানে তিনি প্রস্তুতি নিচ্ছেন তার পরবর্তী রোমান্টিক–কমেডি ‘ওকিসিকে’–এর জন্য, যা মুক্তি পাবে আগামী ২৯ আগস্ট।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন