Ridge Bangla

লামিমার জন্যই নাকি বিয়ে হচ্ছে না শিমুলের?

কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এর শিমুল ও লামিমা জুটি দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। তাদের মজার রসায়ন ও পর্দার খুনসুটি দেখে অনেকেই ধরে নিয়েছেন, এই জুটি পর্দার বাইরেও প্রেম করছেন। এমনকি সম্প্রতি গুঞ্জন ওঠে, লামিমার কারণেই নাকি শিমুলের বিয়ে আটকে আছে!

তবে এসব গুজবের অবসান ঘটালেন শিমুল নিজেই। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “মানুষ ভাবে আমরা প্রেম করছি। কিন্তু তেমন কিছুই না। আমাদের মধ্যে কোনো খারাপ কিছু নেই। লামিমা কেবল সহশিল্পী।”

মজার ভঙ্গিতে শিমুল আরও বলেন, “সবাই ভাবে লামিমা আমার গার্লফ্রেন্ড, আর তার জন্যই আমার বিয়েটা হচ্ছে না! বাস্তবে শুটিংয়ের বাইরে আমি তাকে ‘আপু’ ডাকি, আর সে আমাকে ‘ভাইয়া’ বলে।”

তিনি জানান, তাদের পর্দার রসায়নই আসল কারণ দর্শকদের এমন কল্পনার। “আমাদের জুটির সবচেয়ে বড় শক্তি হলো পর্দার রসায়ন। দর্শক আমাদের ভালোবাসেন বলেই আমরা আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করি,” বলেন শিমুল।

ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক বর্তমানে চলছে পঞ্চম সিজনে। ইউটিউব ও ওটিটিতে এর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। শুরু থেকে ধারাবাহিকে আছেন শিমুল। তার সঙ্গে আছেন মারজুক রাসেল, পলাশ, চাষী আলম, পাভেল, লামিমা, ইশতিয়াক রুমেল, আবদুল্লাহ রানা ও মনিরা মিঠুসহ অনেকে।

সবশেষে স্পষ্ট হয়, শিমুল ও লামিমার সম্পর্ক নিছকই সহকর্মী ও বন্ধুত্বপূর্ণ। বাস্তব জীবনের প্রেম নয়, তাদের জুটির জনপ্রিয়তা শুধুই পর্দার রসায়নের জাদু।

আরো পড়ুন