Ridge Bangla

লস অ্যাঞ্জেলেসে ব্র্যাড পিটের বাড়িতে চুরির ঘটনা, তদন্তে পুলিশ

বিশ্বখ্যাত হলিউড অভিনেতা ব্র্যাড পিটের মালিকানাধীন লস অ্যাঞ্জেলেসের একটি বাড়িতে সম্প্রতি চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) নিশ্চিত করেছে, শহরের অভিজাত লস ফেলিজ এলাকায় গত বুধবার (২৫ জুন) রাত ১০টা ৩০ মিনিটের দিকে একটি বাসভবনে তিনজন অপরিচিত ব্যক্তি জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর বাড়িটির বিভিন্ন জিনিসপত্র তছনছ করে এবং অজ্ঞাত পরিমাণ সম্পদ চুরি করে নিয়ে যায়।

যদিও এলএপিডি আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীর নাম প্রকাশ করেনি, তবে তদন্তসংশ্লিষ্ট এক সূত্র নিশ্চিত করেছে, এটি ব্র্যাড পিটের বাসভবন। অভিনেতার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং তদন্ত চলমান রয়েছে। চোরদের শনাক্ত করতে পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রযুক্তিগত উপাত্ত বিশ্লেষণ করছে পুলিশ।

চুরির শিকার হওয়া বাড়িটি লস ফেলিজের এক অভিজাত আবাসিক এলাকায় অবস্থিত, যা শহরের অন্যতম জনপ্রিয় এলাকা গ্রিফিথ পার্কের পাশেই।

উল্লেখযোগ্য যে, সম্প্রতি লস অ্যাঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সেলিব্রিটিদের বাড়িতে চুরির ঘটনা বাড়ছে। এ মাসের শুরুতেও এক মার্কিন র্যাপারের বাড়ি থেকে লক্ষাধিক ডলারের মূল্যবান সামগ্রী চুরি হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে সাতজন চিলিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা পেশাদার ক্রীড়াবিদদের বাড়িতে চুরি করে অন্তত ২০ লাখ ডলারের সম্পদ লুট করেছে। ব্র্যাড পিটের বাড়িতে এই চুরির ঘটনা সেই ধারাবাহিকতাকেই ইঙ্গিত করছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

আরো পড়ুন