জাতীয় নির্বাচন ঘিরে টানাপোড়েনের মধ্যে আবারও লন্ডন সফরে গেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বুধবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরসঙ্গী ছিলেন তাঁর স্বামী ডেভিড বাফ। যদিও এটি ব্যক্তিগত সফর বলে দাবি করা হচ্ছে, রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা।
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ট্রেসির বৈঠক হতে পারে। নির্বাচনী রোডম্যাপ, বিরোধী দলের নিরাপত্তা, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা এবং বিএনপির কৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এর আগে গত জুলাইয়েও লন্ডনে তাদের মধ্যে বৈঠক হয়, যেখানে নির্বাচন কমিশনের রূপরেখা ও বিএনপির পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছিল।
এবারের সফরকে যুক্তরাষ্ট্রের “ট্র্যাক টু ডিপ্লোমেসি”র অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, অনানুষ্ঠানিক চ্যানেলে বার্তা আদান-প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র নির্বাচনকালীন রাজনৈতিক স্থিতিশীলতা ও মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বাংলাদেশের নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক চাপও বাড়ছে। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল সফর করেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এ ধরনের তৎপরতা বিএনপির আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করতে পারে, তবে অভ্যন্তরীণ রাজনীতিতে অস্বস্তিও তৈরি করছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘনিয়ে আসায় ট্রেসির এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন কূটনৈতিক মহল। তাঁদের মতে, এ বৈঠক হলে তা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।