বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি বুধবার (৬ আগস্ট) নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। ওই বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবীর জানান, বৈঠকটি ছিল সৌজন্যমূলক। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের ভাবনা এবং তিনি যদি ক্ষমতায় আসেন তবে দেশ পরিচালনায় তার পরিকল্পনা—এসব বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন মূলত ব্যক্তিগতভাবে তারেক রহমানের সঙ্গে পরিচিত হতে গিয়েছিলেন। বৈঠকে তারেক রহমান গত ১৫ বছরে কীভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আওয়ামী লীগ সরকারকে কীভাবে ক্ষমতা থেকে সরাতে আন্দোলন চালিয়ে গেছেন, সে অভিজ্ঞতার কথাও শুনেছেন মার্কিন রাষ্ট্রদূত।
জাতীয় নির্বাচনকে ঘিরে তারেক রহমানের দেশে ফেরার পরিকল্পনা সম্পর্কেও আলোচনা হয়। এ প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, “ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার ঘোষণা ইতোমধ্যে এসেছে। সে অনুযায়ী নভেম্বর বা ডিসেম্বরেই তফসিল ঘোষিত হবে। ফলে তারেক রহমান এই বছরেই দেশে ফিরবেন।”
বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে দলকে নেতৃত্ব দিতে এবং সরাসরি রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে তারেক রহমানের দেশে ফেরা এখন সময়ের অপেক্ষা।