Ridge Bangla

লন্ডনে ডিম নিক্ষেপের শিকার পাকিস্তানি গায়ক চাহাত ফাতেহ আলী খান

পাকিস্তানের গায়ক চাহাত ফাতেহ আলী খানকে লন্ডনে একটি শোয়ের সময় হঠাৎ ডিম নিক্ষেপ করা হয়েছে। তবে প্রথমে তার নাম শুনলে পাঠকরা হয়তো রাহাত ফাতেহ আলী খানকে ভেবে ফেলবেন। কিন্তু চাহাত ফাতেহ আলী খান নিজেই তার নিজস্ব গানের জগতে খোশমেজাজে জনপ্রিয়।

চাহাতের মুক্তি দেওয়া মিউজিক ভিডিওগুলো নেটিজেনদের মধ্যে বেশ হাস্যরস সৃষ্টি করে। তার অদ্ভুত পোশাক, ব্যাকগ্রাউন্ডে এডিট করা অদ্ভুত সুর-তালহীন লাইন এবং অভিনব ভঙ্গিমা ভিডিওগুলোকে ভাইরাল করে। পাকিস্তান ছাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশে তার ভিডিওগুলো অনলাইনে সাড়া ফেলে।

কিন্তু এবার লন্ডনে তার শো করার সময় একটি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন চাহাত। রাস্তার একপাশে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় ক্যামেরার দিকে তাকাচ্ছিলেন তিনি। হঠাৎ দুটি মুখ ঢাকা ব্যক্তি এসে তার মাথায় ডিম নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, চাহাত একটু আঘাতপ্রাপ্ত হলেও গুরুতর আহত হননি এবং দ্রুত নিরাপত্তা কর্মকর্তাদের মাধ্যমে সুরক্ষিত স্থানান্তর করা হয়।

স্থানীয় পুলিশ জানায়, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। চাহাত ফাতেহ আলী খানও অনুরাগীদের সাথে সামাজিক মাধ্যমে এই ঘটনার কথা ভাগ করে নেন এবং বলেন, “সংগীত মানুষের আনন্দের উৎস। এমন আচরণ কখনো গ্রহণযোগ্য নয়।” এই ঘটনায় চাহাতের ভক্ত এবং লন্ডনের সাংস্কৃতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে এবং তার দ্রুত সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন