Ridge Bangla

লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে গেছে। রোববার (১৩ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টার কিছু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ঘটে এই দুর্ঘটনা। বিবিসির খবরে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটির দৈর্ঘ্য ছিল ১২ মিটার। আকাশে দেখা গেছে বিশাল আগুনের কুণ্ডলী ও ঘন ধোঁয়ার মেঘ।

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিভিন্ন জরুরি সেবা সংস্থা। পূর্ব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে পাঠানো হয়েছে চারটি অ্যাম্বুলেন্স ইউনিট, একটি র‍্যাপিড রেসপন্স গাড়ি, একটি বিপজ্জনক অঞ্চল সাড়া ইউনিট এবং একজন ঊর্ধ্বতন প্যারামেডিক।

এসেক্স কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, বিকেল ৩টা ৫৮ মিনিটে তারা খবর পেয়ে সাউথএন্ড থেকে দুটি, রেলি ওয়েইর থেকে একটি এবং বাসিলডন থেকে দুটি ইউনিট পাঠিয়েছে। এছাড়া চেমসফোর্ড ও বিলেরিকি থেকে আনা হয়েছে বিশেষ অফ-রোড যান।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোচফোর্ড হান্ড্রেড গলফ ক্লাব ও ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে ফেলা হয়। রাগবি ক্লাবের এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় সেখানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল।

দক্ষিণ সাউথেন্ড ও লি এলাকার এমপি ডেভিড বার্টন-স্যাম্পসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “আমি সংশ্লিষ্ট সকলের প্রতি সহানুভূতি জানাচ্ছি।” দক্ষিণ সিটি কাউন্সিলের ব্যবসা, সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যাট ডেন্ট বলেন, “বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত। বিস্তারিত জানার চেষ্টা চলছে। জরুরি সেবাকর্মীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

পুলিশ জানিয়েছে, অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং তা আরও কয়েক ঘণ্টা অব্যাহত থাকবে।

আরো পড়ুন