Ridge Bangla

লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

কারাগারে যাওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন সুমন, আল আমিন, নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও আব্দুল্লাহীল কাইয়ুম।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে “মঞ্চ ৭১” আয়োজিত এক গোলটেবিল বৈঠক ঘিরে উত্তেজনা দেখা দেয়। এসময় লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে হেফাজতে নেয় পুলিশ। পরদিন শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, বৈঠকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও অন্তর্বর্তী সরকার উৎখাতের প্ররোচনামূলক বক্তব্য দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওই বৈঠকে গ্রেপ্তার আসামিদের সঙ্গে আরও ৭০-৮০ জন অংশ নিয়েছিলেন। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন