জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (৩১ আগস্ট) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুলের চাকরির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে। দুইজনকেই চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এই প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের মাধ্যমে র্যাবের ডিজি শহিদুর রহমানের চাকরির মেয়াদ আগামী ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে এসবি প্রধান গোলাম রসুলের মেয়াদ ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
গত বছরের ১ অক্টোবর থেকে শহিদুর রহমানকে অবসরোত্তর ছুটি এবং সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি স্থগিত রেখে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর ৭ আগস্ট তাকে র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয় পুলিশ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুই কর্মকর্তার দায়িত্ব ও কর্তৃত্ব যথাযথভাবে বজায় থাকবে এবং তাদের নিয়োগকালীন সকল অধিকার ও দায়িত্ব পূর্ণরূপে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত র্যাব ও এসবির কার্যক্রমের ধারাবাহিকতা ও নিরাপত্তা সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং দেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। চাকরির মেয়াদ বৃদ্ধি হওয়ার পর দুই কর্মকর্তা নিয়োগকালে দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত নতুন উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।