Ridge Bangla

রোজার আগে হতে পারে জাতীয় নির্বাচন: প্রেস সচিব

জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হলে আসন্ন রমজানের আগেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন। সহিংসতা প্রতিরোধ ও নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের র‌্যান্ডম পদ্ধতিতে রদবদল করা হবে।

তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। ডিসেম্বরের মধ্যেই তাদের প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।” ভোটকেন্দ্র, সীমান্ত এবং ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব বণ্টন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

নতুন ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ১৮ থেকে ৩২ বছর বয়সীদের জন্য আলাদা ভোটার তালিকা ও বুথের বিষয়েও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সংক্রান্ত লজিস্টিক সহায়তার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, “রমজানের আগে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন