পাঞ্জাবের জনপ্রিয় অভিনেত্রী তানিয়ার বাবা ও চিকিৎসক ডা. অনিল জিৎ সিং কম্বোজকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (৫ জুলাই) দুপুরে পাঞ্জাবের একটি ক্লিনিকে রোগী সেজে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায় দুই অজ্ঞাত দুর্বৃত্ত। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানায়, হামলাকারীরা মোটরসাইকেলে করে ক্লিনিকে এসে প্রথমে অন্য চিকিৎসকদের সঙ্গে স্বাভাবিক রোগীর মতো কথা বলেন। পরে তারা সুযোগ বুঝে ডা. অনিল জিৎ সিংয়ের চেম্বারে ঢুকে পিস্তল বের করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি তিনি অজানা নম্বর থেকে একাধিকবার হত্যার হুমকি পেয়ে আসছিলেন। তবে বিষয়টি নিয়ে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ক্লিনিকের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং হামলাকারীদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে।
হঠাৎ এমন ঘটনা ঘটায় পাঞ্জাবের সাংস্কৃতিক অঙ্গনে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। অভিনেত্রী তানিয়া সামাজিক মাধ্যমে লেখেন, “আমার পরিবার খুব কঠিন সময় পার করছে। দয়া করে কোনো গুজব ছড়াবেন না। আমাদের গোপনীয়তা রক্ষা করুন এবং প্রার্থনায় আমাদের পাশে থাকুন।”
পাঞ্জাব প্রশাসন দুপুরবেলার ব্যস্ত এলাকায় এমন দুঃসাহসিক হামলায় উদ্বেগ প্রকাশ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।