Ridge Bangla

‘রেহানা’ থেকে ‘এশা’: বাঁধনের জন্য ঢাকায় ছুটে এলেন ভক্ত

ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে কিছুটা দেরিতে মুক্তি পেলেও আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার’ এখন তৃতীয় সপ্তাহেও সাফল্যের সঙ্গে দেশের বিভিন্ন সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। ছবির গল্প, নির্মাণশৈলী এবং বিশেষ করে বাঁধনের অনবদ্য অভিনয় প্রশংসিত হচ্ছে সর্বত্র।

এই ছবির প্রতি দর্শকদের ভালোবাসা কতটা গভীর, তার একটি প্রমাণ মিলেছে সম্প্রতি। নারায়ণগঞ্জ থেকে এক যুবক শুধুমাত্র বাঁধনের অভিনয় দেখতে ঢাকায় ছুটে এসেছেন। ঢাকায় এসে সিনেমা হলে বসে ‘এশা মার্ডার’ দেখার পর তিনি ব্যক্তিগতভাবে বাঁধনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিজের আবেগ প্রকাশ করেন।

বাঁধনের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ওই যুবক বলছেন, “বাঁধন আপু, আমি আপনার অনেক বড় ভক্ত। ‘রেহানা মরিয়ম নূর’ আমি ৫৫ বার দেখেছি। আপনি যদি জাতীয় পুরস্কার না পেতেন, আমি অনশন করতাম। নারায়ণগঞ্জে ‘এশা মার্ডার’ না আসায় ঢাকায় এসে দেখে গেলাম।”

ভক্তের এমন আন্তরিকতায় আবেগাপ্লুত হয়ে পড়েন বাঁধন। তিনি জানান, এমন ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। উল্লেখ্য, ওই ভক্ত বলিউডে বাঁধনের অভিষেক ছবি ‘খুফিয়া’ নিয়েও প্রশংসা করেন এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

বর্তমানে ‘এশা মার্ডার’ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ধীরে ধীরে সিনেমা হলগুলোতেও দর্শক টানতে শুরু করেছে ছবিটি। বিশেষ করে বাঁধনের অনুরাগীদের মধ্যে ছবিটি ঘিরে প্রবল আগ্রহ দেখা যাচ্ছে। অভিনয়ের প্রতি বাঁধনের নিষ্ঠা এবং দর্শকের এমন ভালোবাসা নিঃসন্দেহে তার ক্যারিয়ারের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন