২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় কিছুটা কম। দেশের লাখো শিক্ষার্থী এদিন তাদের স্বপ্ন ও পরিশ্রমের ফল হাতে পেয়েছে—কারও চোখে আনন্দ, কারও মনে হতাশা। এই দিনে নানা অনুভূতি ও প্রতিক্রিয়া দেখা যায় চারপাশে।
ফল খারাপ করা শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি ও অনুপ্রেরণার বার্তা দিচ্ছেন অনেকেই। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ও আশাব্যঞ্জক পোস্ট দিয়েছেন, যা দ্রুত সাড়া ফেলেছে অনুরাগীদের মধ্যে।
জোভান লিখেছেন, “রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা। কিন্তু তুমি মা–বাবার কলিজার টুকরা। এসএসসি ফল এরই মধ্যে প্রকাশ হয়েছে।”
তার এই বার্তায় অনেকেই নিজেদের অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন মন্তব্যের মাধ্যমে। একজন মন্তব্য করেছেন, “হাসিনার আমলেই ভালো ছিলাম! হয় এ-প্লাস, না হয় অটো পাস।” আরেকজন লিখেছেন, “এই এক টুকরো কাগজেই অনেকের ভবিষ্যৎ লেখা হয়ে যায়।”
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবার পরীক্ষার্থী ছিল ১৯ লাখের বেশি। পাসের হার কম হলেও শিক্ষাবিদ ও অভিভাবকরা মনে করছেন, শুধুমাত্র রেজাল্ট দিয়ে জীবনের মূল্যায়ন করা উচিত নয়। শিক্ষার্থীদের সামনে আরও অনেক সম্ভাবনা ও সুযোগ অপেক্ষা করছে।
তারা বলছেন, সত্যিকারের সাফল্য রেজাল্টে নয়, বরং ভালো মানুষ হয়ে সমাজে নিজের অবস্থান গড়ে তোলাতেই। জোভানের মতো অনেকে বিশ্বাস করেন, পরিবার ও সমাজে সম্মানজনকভাবে বেড়ে ওঠাই জীবনের আসল জয়।