Ridge Bangla

রূপচর্চায় বেসনের উপকারিতা

বেসন শুধু রান্নার উপাদান হিসেবেই নয়, রূপচর্চায়ও বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে। রমজানে ইফতারের সময় যেমন বেসন ছাড়া ভাবা যায় না, তেমনই গরমকালে পার্লারে না গিয়ে বাসায় বসেই ত্বকের যত্নে বেসন ব্যবহার করা যায় খুব সহজে।

বেসনের সঙ্গে পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে মুখে ও গলায় লাগিয়ে মাত্র ৫ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলেই ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা দূর হয়। ত্বক হয়ে ওঠে মসৃণ ও সতেজ।

যাদের ত্বকে ব্ল্যাক হেডস বা ছোট ছোট ছিদ্র আছে, তারাও বেসনের সাহায্যে সমস্যার সমাধান পেতে পারেন। হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে বেসনের প্যাক লাগিয়ে ১৫ মিনিট রেখে ম্যাসাজ করে ধুয়ে ফেললে ব্ল্যাক হেডস অনেকটা হ্রাস পায়।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বেসনের সঙ্গে কাঁচা দুধ বা টক দই মিশিয়ে ৩ মিনিট ম্যাসাজ করে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুলেও ভালো ফল পাওয়া যায়। এতে দাগও হালকা হয়।

রোদের পোড়া দাগ দূর করতেও বেসন বেশ কার্যকর। ২ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে প্যাক বানিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বকের পোড়াভাব অনেকটাই কমে আসে।

গরমে ত্বকের যত্নে প্রাকৃতিক ও সহজ সমাধান হিসেবে বেসন এক অনন্য উপাদান।

আরো পড়ুন