Ridge Bangla

রুমিন ফারহানাকে নিয়ে সাইবার বুলিং বন্ধের আহ্বান হাসনাতের

বিএনপির সহ–আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান সাইবার বুলিংয়ের নিন্দা জানিয়ে এর অবসান চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে “মায়ের ডাক” আয়োজিত গুমের স্মৃতির আলোকচিত্রমালা প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

হাসনাত বলেন, “দীর্ঘদিন রাজপথে লড়াই করা রুমিন ফারহানাকে নিয়ে অনলাইনে বাজে মন্তব্য করা হচ্ছে। ব্যক্তিগত বা রাজনৈতিক মতভিন্নতার কারণে কোনো নারী নেত্রীকে নিয়ে চরিত্রহনন করা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কুৎসা ও বিদ্বেষপূর্ণ প্রচারণা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।”

রুমিন ফারহানাকে ঘিরে প্রচারিত পোস্ট প্রসঙ্গে তিনি বলেন, “ব্যক্তিগত কুৎসা, ভিন্নমত দমন ও চরিত্রহনন—এসবই গণতন্ত্রের শত্রু। ৫ আগস্টের আগে যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমেছিল, সেই ঐক্য ধরে রাখা জরুরি।”

তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হলে এর সুযোগ নেবে আওয়ামী লীগ। তাই মতপার্থক্য থাকলেও তা গণতান্ত্রিক পদ্ধতিতে মীমাংসা করা উচিত। “আমাদের ছোট ছোট মতভিন্নতা ভুলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চালিয়ে যেতে হবে,” বলেন এনসিপির এ নেতা।

গুম হওয়া ব্যক্তিদের আলোকচিত্র দেখে আবেগপ্রবণ হয়ে হাসনাত বলেন, “এই বেদনার শিকার আমাদেরও হতে হয়েছে। তবে ৫ আগস্টের পর আমরা হয়তো মুক্তি পেয়েছি সেই শৃঙ্খল থেকে।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন