Ridge Bangla

রিপনের প্রশংসায় তিশা: ‘এতো সুন্দর ভ্লগ আমি লাইফে দেখিনি’

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার ভ্লগে মুগ্ধ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। তার ভাষ্যে, রিপনের ভ্লগ এতটাই স্বতঃস্ফূর্ত ও বিনোদনপূর্ণ যে তা অন্য কারও সঙ্গে তুলনাহীন।

সম্প্রতি এক আলাপচারিতায় তিশা বলেন, “এতো সুন্দর ভ্লগ আমি আমার লাইফে কখনো দেখিনি। আমি জাস্ট এই লোকটাকে ভালোবাসি। রিপন ভাই এতো জেনুইন কীভাবে করে আল্লাহ জানে।”

তিনি আরও বলেন, রিপনের কনটেন্ট যেমন হাস্যরসপূর্ণ, তেমনি তার উপস্থাপন ভীষণ স্বাভাবিক ও প্রাঞ্জল। “এতো সুন্দর ডায়লগ কিভাবে দেয় মানুষ! আর ওনাকে এতো ন্যাচারাল লাগে, তা বলে বোঝানো যাবে না,” যোগ করেন তিশা।

এই সময় তিনি রিপনের বেশ কিছু জনপ্রিয় সংলাপও উল্লেখ করেন, যেমন— “লাম্পা একটা ঘুম দিয়া লাইছি”, “গাড়ির মধ্যে হামাইলাম”, “ঘুমতে উডলে একটা রঙ চা না খাইলে মাতার গিট্টুডি খুলে না” এবং “এরপর আমি একটা চিনির প্যাকেট খুললাম।”

রিপন মিয়ার স্বকীয় ভাষা ও হাস্যরসাত্মক ভ্লগ ইতোমধ্যেই সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদের মাঝেও জনপ্রিয়তা পেয়েছে। তার সহজ-সরল উপস্থাপনা এবং স্বতঃস্ফূর্ততা দর্শকদের কাছে আলাদা আবেদন তৈরি করেছে।

তিশার মতে, রিপনের সৃষ্টিশীলতা শুধু বিনোদনের জন্য নয়, বরং এটি অনেকের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি বিশ্বাস করেন, একজন জনপ্রিয় অভিনেত্রীর এমন উচ্ছ্বসিত প্রশংসা রিপনকে ভবিষ্যতে আরও নতুন ও সৃজনশীল কনটেন্ট তৈরিতে উৎসাহ দেবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন