Ridge Bangla

রাসুল (সা:) দেখানো পথেই ন্যায়-সততার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে মানুষ: তারেক রহমান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দেখানো পথেই মানুষ ন্যায় ও সৎভাবে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ঈদে মিলাদুন্নবী হলো মহানবীর পৃথিবীতে আগমনের দিন, যা মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের বার্তা বহন করে। তিনি ছিলেন মানবজাতির কল্যাণের দিশারী, যিনি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সর্বশ্রেষ্ঠ উপহার। তাঁর আগমন অন্ধকারাচ্ছন্ন জাহেলি যুগ থেকে মানবজাতিকে মুক্তির আলো দেখিয়েছিল।

বাণীতে তিনি উল্লেখ করেন, রাসুলের জীবন ছিল সততা, মহানুভবতা, আত্মত্যাগ, ধৈর্য, কঠোর পরিশ্রম ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের প্রতিচ্ছবি। তিনি কোরআনের বাণী প্রতিষ্ঠায় নিরলস সংগ্রাম করেছেন এবং সত্য, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজে শান্তি ও সমতা কায়েম করেছেন। তারেক রহমান বলেন, অবহেলিত, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠা, শিশুদের প্রতি দায়িত্ববোধ এবং পরমতসহিষ্ণুতা মহানবীর জীবনের অনন্য শিক্ষা। তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত।

তিনি আরও বলেন, “আল্লাহর কাছে প্রার্থনা করি, মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন জীবনে প্রতিফলিত করতে পারি।” একই সঙ্গে তিনি বাংলাদেশসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পৃথক বাণী দিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন