Ridge Bangla

রাশিয়ার হামলায় ইউক্রেনের প্রধান সরকারি ভবন ক্ষতিগ্রস্ত

রাশিয়ার সর্বশেষ বিমান ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রথমবারের মতো প্রধান সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেনকো জানিয়েছেন, রাশিয়ার ওই হামলায় ভবনের ছাদ ও ওপরের তলা ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে আগুন ধরে যায়।

সরকারি হিসাবে, দেশজুড়ে অন্তত চারজন নিহতের খবর পাওয়া গেছে। কিয়েভের স্ব্যাতোশিনস্কি জেলায় একটি নয়তলা আবাসিক ভবনে হামলায় এক শিশু ও এক তরুণীও নিহত হয়েছেন। ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, সংখ্যায় যা ৮০০ এর বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ছিল, যা দেশটির ৩৭টি স্থানে আঘাত হানে।

রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি একে নির্মম হামলা বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “এখন যখন প্রকৃত কূটনীতি শুরু হতে পারত, তখন এ ধরনের হত্যাযজ্ঞ একটি ইচ্ছাকৃত অপরাধ এবং যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা।”

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, আটকানো এক ড্রোন ভূপাতিত হওয়ার পর সরকারি ভবনে আঘাত হানতে পারে। এটি প্রতীকী হামলা হিসেবে ইউক্রেনীয় জনগণকে নাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাশিয়ার শান্তি আলোচনার ভাষণ অভিনয় ছাড়া কিছু না, বাস্তবে উল্টো পথে হাটছে দেশটি। হামলা ক্রমেই তীব্রতর সেটিরই ইঙ্গিত দিচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন