ইউক্রেনে ইতিহাসের অন্যতম ভয়াবহ আকাশ হামলা চালিয়েছে রাশিয়া। একযোগে চালানো এই হামলায় ব্যবহার করা হয়েছে ৭২৮টি ড্রোন এবং ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ইউক্রেনের বিভিন্ন শহরে আঘাত হানে।
এই ভয়াবহ হামলার পর ইউক্রেনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি বলেন, “যখন সারাবিশ্ব যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে, তখন কেবল রাশিয়াই সেই প্রয়াসগুলোকে প্রত্যাখ্যান করছে।”
এমন এক সময়ে এই হামলা চালানো হলো, যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইউক্রেনকে নতুন করে অস্ত্র সহায়তা দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে সাময়িকভাবে মার্কিন সামরিক সহায়তা বন্ধ রাখা হয়েছিল, যা ট্রাম্পের অজ্ঞাতেই ঘটেছে বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।
রাশিয়ার এই আক্রমণের পর ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। ইউক্রেনে ক্রমবর্ধমান আগ্রাসনকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও উদ্বেগ বেড়েছে। নতুন করে প্রশ্ন উঠেছে, আদৌ এই যুদ্ধের শেষ কোথায়।