Ridge Bangla

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের ট্রেন স্টেশনে আহত অন্তত ৩০

রাশিয়ার ড্রোন হামলায় উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের শোস্তকা শহরে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (৪ অক্টোবর) দুটি যাত্রীবাহী ট্রেন লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে তিনি জানান। হামলায় আহতদের মধ্যে তিন শিশুও রয়েছে, যাদের বয়স ১৫ বছরের কম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত ট্রেনের একটি ভিডিও প্রকাশ করে জেলেনস্কি বলেন, “রাশিয়া জেনে-বুঝে বেসামরিক মানুষকে লক্ষ্য করছে। এটি সন্ত্রাসবাদ, যা বিশ্ব অবহেলা করতে পারে না।” তিনি আরও বলেন, প্রতিদিন রাশিয়া নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে, তাদের থামাতে শক্তি প্রয়োগের বিকল্প নেই।

ইউক্রেনীয় রেলওয়ে কর্তৃপক্ষ এই হামলাকে নিকৃষ্ট বলে আখ্যা দিয়েছে। তাদের মতে, এটি ফ্রন্টলাইনের কমিউনিটিগুলোর সঙ্গে যোগাযোগ বন্ধ করার কৌশল। সংস্থার প্রধান ওলেক্সান্দর পার্তসভস্কি বলেন, হামলার কোনো সামরিক উদ্দেশ্য ছিল না; বরং জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের রেল অবকাঠামোতে হামলা বাড়িয়েছে। জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। পশ্চিমা বন্ধুদের উদ্দেশ্যে তিনি বলেন, “ইউরোপ ও আমেরিকা থেকে দৃঢ় বিবৃতি আমরা শুনেছি, এখন সময় এসেছে তা বাস্তবে রূপ দেওয়ার।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন