Ridge Bangla

রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ভূমিকম্প অনুভূত

রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যমতে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪, যদিও তাদের রিপোর্ট অনুযায়ী কিছু ক্ষেত্রে তা ৬.১ হিসেবে উল্লেখ করা হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল।

কুরিল দ্বীপপুঞ্জের এই ভূমিকম্প স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজি সেন্টারের তথ্যমতে, গত ৩ আগস্টও একই এলাকায় ভূমিকম্প হয়েছিল, যার উৎসস্থলও একই গভীরতায় ছিল।

এর আগে মাত্র কয়েকদিন আগে রাশিয়ার কামচাটকা অঞ্চলে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় একাধিক আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠে এবং আশপাশের কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। এরপর রাশিয়ার বিভিন্ন স্থানে একাধিক আফটারশক অনুভূত হয়, যার প্রভাব এখনও বিরাজ করছে।

কুরিল দ্বীপপুঞ্জের ধারাবাহিক ভূমিকম্প রাশিয়ার পূর্বাঞ্চলের ভূমিকম্প-সচেতনতা বাড়িয়ে তুলেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই অঞ্চল আগামীদিনে আরও শক্তিশালী কম্পনের শিকার হতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ ও সিসমোলজি বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করেছে।

আরো পড়ুন