রাশিয়ার চীনা সীমান্তসংলগ্ন আমুর অঞ্চলে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আন্তোনভ এন-২৪ মডেলের একটি যাত্রীবাহী বিমানের ৪৯ আরোহীর সবাই। বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় দুপুরে ব্লাগোভেশচেনস্ক থেকে টাইন্ডা অভিমুখে যাত্রাকালে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি পরিচালনা করছিল সাইবেরিয়াভিত্তিক এঙ্গারা এয়ারলাইন্স।
রাশিয়ার বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, টাইন্ডা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের একটি দুর্গম এলাকায় পাওয়া গেছে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ। খারাপ আবহাওয়া ও দুর্গম ভৌগোলিক অবস্থান উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলভ জানান, নিহতদের মধ্যে ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু রয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু ছিল। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি টাইন্ডা বিমানবন্দরে দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করার সময় রাডার থেকে হারিয়ে যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, উড্ডয়নের আগে বিমানটি নিয়মিত পরিদর্শনের মধ্য দিয়ে গিয়েছিল এবং কোনো যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার মধ্যে বিমানটি অস্বাভাবিকভাবে নিচু দিয়ে উড়ছিল এবং একটি গাছে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে।
উল্লেখযোগ্য যে, বিধ্বস্ত হওয়া আন্তোনভ এন-২৪ বিমানটির বয়স ছিল ৫০ বছরেরও বেশি—এটি বিশ্বের অন্যতম পুরনো যাত্রীবাহী উড়োজাহাজ মডেলগুলোর একটি। এই দুর্ঘটনা রাশিয়ার অভ্যন্তরীণ বিমান পরিবহন খাতের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে।
রাশিয়ার সরকারি কৌঁসুলিরা ইতোমধ্যেই এঙ্গারা এয়ারলাইন্সের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে যন্ত্রাংশের ঘাটতির মধ্যে থাকা রাশিয়ার বিমান খাত এমনিতেই চাপের মুখে, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।