Ridge Bangla

রাশমিকার নতুন সিনেমা ঘিরে রহস্য, ভক্তদের দিলেন চ্যালেঞ্জ

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার এক রহস্যময় রূপে হাজির হয়েছেন। ‘পুষ্পা-২’-এ শ্রীভালির চরিত্রে নজর কাড়ার পর, এবার তিনি নতুন এক সিনেমার পোস্টার প্রকাশ করে ভক্তদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তবে সিনেমার নাম প্রকাশ না করে ক্যাপশনে লিখেছেন, “তুমি কি নামটা অনুমান করতে পারো?”

ইনস্টাগ্রামে প্রকাশিত এই পোস্টারে রাশমিকাকে দেখা গেছে বর্শা হাতে, হিংস্র এবং শক্তিশালী নারীরূপে। পোস্টারে লেখা তিনটি শব্দ—“Hunted, Wanted, Unbroken”—ইতিমধ্যেই সাসপেন্স তৈরি করেছে। ক্যাপশনে রাশমিকা লিখেছেন, “আমি নিশ্চিত, কেউই ঠিকমতো নামটি অনুমান করতে পারবে না। তবে যদি কেউ পারেন, তাহলে আমি তার সঙ্গে দেখা করব। এই আমার প্রতিশ্রুতি।”

রাশমিকা জানিয়েছেন, এই সিনেমায় তিনি এমন একটি চরিত্রে অভিনয় করছেন, যা আগে কখনও করেননি। তিনি লিখেছেন, “এটা এমন এক রাশমিকা, যাকে তোমরা আগে দেখোনি। আমরা যা তৈরি করছি তা দেখাতে পেরে আমি সত্যিই উত্তেজিত।”

‘কুবেরা’ এবং ‘পুষ্পা’ সিরিজের সাফল্যের পর রাশমিকা এই নতুন প্রজেক্ট নিয়ে আশাবাদী। পাশাপাশি, বলিউডে আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’ নামের একটি হরর-কমেডি ফিল্মেও কাজ করছেন তিনি। এ ছাড়া, ‘দ্য গার্লফ্রেন্ড’, ‘রেইনবো’ এবং ‘পুষ্পা-৩’তে অভিনয়ের প্রস্তুতিতেও ব্যস্ত রয়েছেন।

বর্তমানে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নতুন সিনেমার নাম এবং রাশমিকার ভিন্নরূপ দেখার জন্য।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন