Ridge Bangla

রাশমিকার নতুন গান ভক্তদের হৃদয় ছুঁয়ে ফেলল

বলিউড ও দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী রাশমিকা মন্দানা অভিনীত ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ মুক্তির আগেই আলোচনায় রয়েছে। ছবির দ্বিতীয় গান ‘এম জরুগুথোন্ধি’ প্রকাশের পর ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। গানের লিরিক্যাল ভিডিওতে ফুটে উঠেছে কোমল প্রেমের আবহ, যা ভক্তদের হৃদয় স্পর্শ করেছে।

চিন্ময়ী শ্রীপদার কণ্ঠে গাওয়া এই গানটির সুর করেছেন হেশাম আব্দুল ওহাব। তার আবেগঘন সুরমূর্ছনা গানটিকে করেছে আরও হৃদয়স্পর্শী। গানটির কথা লিখেছেন রাকেন্দু মৌলি। তার কবিতার মতো গীতিকবিতা প্রেমের কোমলতা এবং ভঙ্গুর আবেগকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। ভিডিওতে রাশমিকা মন্দানা এবং ধীকশিত শেঠির রসায়ন গানটিকে করেছে আরও জীবন্ত। তাদের উষ্ণ উপস্থিতি এবং মধুর অভিব্যক্তি দর্শক-শ্রোতাদের হৃদয়ে গানটিকে বিশেষভাবে প্রতিষ্ঠিত করেছে।

ছবিটি নির্মাণ করেছেন রাহুল রাভীন্দ্রন। প্রযোজনা করেছেন বিদ্যা কপ্পিনিডি ও ধীরাজ মোগিলিনেনি। ছবিটি উপস্থাপন করছেন বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের প্রভাবশালী প্রযোজক আল্লু আরবিন্দ। শুরু থেকেই রোমান্টিক গল্প হিসেবে আলোচনায় থাকা ছবিটি এবার সঙ্গীতের মাধ্যমে ভক্তদের হৃদয়ে বিশেষ স্থান করে নিচ্ছে।

সঙ্গীত পরিচালক হিসেবে পুরো অ্যালবামে দায়িত্বে আছেন হেশাম আব্দুল ওহাব। তার সুরের ছোঁয়ায় প্রতিটি গান হয়ে উঠেছে আবেগঘন। ‘দ্য গার্লফ্রেন্ড’ দর্শকদের জন্য এক রোমান্টিক ও হৃদয়স্পর্শী প্রেমকাহিনির যাত্রা হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন