Ridge Bangla

রামুতে বাস-প্রাইভেট কার সংঘর্ষে শিশুসহ ২ পর্যটক নিহত

কক্সবাজারের রামু উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই পর্যটক নিহত এবং চারজন আহত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের কাছে এই দুর্ঘটনা ঘটে।

রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান জানান, সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহতদের প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক এক শিশুকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের অবস্থার অবনতি হওয়ায় তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি আরও জানান, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় আহতরা সকলেই প্রাইভেট কারের যাত্রী এবং তারা টাঙ্গাইলের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা বলেন, চট্টগ্রামমুখী মার্শা পরিবহন সার্ভিসের বাসটি বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। দুর্ঘটনার পর পুলিশ দুর্ঘটনাকবলিত উভয় যানবাহন জব্দ করেছে। নিহতদের লাশ বর্তমানে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

পুলিশ ঘটনার পরিপূর্ণ তদন্ত করছে এবং দুর্ঘটনার কারণ ও দায়ীদের শনাক্ত করতে কাজ করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন