Ridge Bangla

‘রাত ১২টায় ফোন দিয়ে কাজের জন্য ডাকেন, অথচ পয়সা দেন না’

ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘বরবাদ’ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় এবং প্রায় ৭৫ কোটি টাকার আয় এ ছবিকে সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছে। তবে এই সাফল্যের আড়ালে উঠে এসেছে বিতর্ক।

অভিনেত্রী দিলরুবা দোয়েল অভিযোগ করেছেন, সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয় তার ডাবিং পারিশ্রমিক পরিশোধ করেননি। তিনি জানান, ‘বরবাদ’ সিনেমায় তিনি সরাসরি অভিনয় না করলেও নায়িকা ইধিকা পালের কিছু অংশের ডাবিং করেছেন। কিন্তু বহুবার দাবি করেও পারিশ্রমিক পাননি।

গণমাধ্যমে দেওয়া বক্তব্যে দোয়েল বলেন, “হৃদয় ভাই তার সহকারীকে দিয়ে আমাকে ফোন করিয়ে বলেন, সেন্সর করাতে না পারায় ইধিকা পালের ডাবিং জরুরি করতে হবে। আমি স্পট পেমেন্টের কথা বলি, তবুও ডাবিং করি। কিন্তু পরে বহুবার ফোন করলেও তিনি আর ধরেননি।”

তিনি আরও বলেন, “টাকা বড় বিষয় নয়, কিন্তু প্রেস্টিজ তো আছে। এভাবে কাজ নিয়ে পেমেন্ট না দেওয়া অসম্মানজনক। এত বড় ছবি বানান, কোটি কোটি টাকা খরচ করেন, অথচ শিল্পীদের পারিশ্রমিক দেন না। আবার রাত ১২টায় ফোন করে জরুরি ডাবিংয়ের জন্য ডাকেন। সবচেয়ে হাস্যকর হলো, তার এডিরা এমন আচরণ করেন যেন হলিউড থেকে এসেছেন।”

অভিযোগের বিষয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, “আমি জানতাম না যে তার পেমেন্ট বাকি আছে। হয়তো ব্যস্ততার কারণে ফোন ধরতে পারিনি। অপরিচিত নাম্বার থেকে ফোন এলে অনেক সময় ধরি না। তিনি যদি টেক্সট করতেন, তাহলে বিষয়টি নিয়ে কথা হতো।”

তিনি আরও জানান, “সিনেমাটিতে আমার বাংলাদেশি এডি ছিলেন আজাদ ভাই, বাকি এডিরা ছিলেন ভারতীয়। ওই ভদ্রমহিলার সঙ্গে এ বিষয়ে আমার সরাসরি কোনো কথাও হয়নি।”

বিষয়টি নিয়ে চলচ্চিত্রপাড়ায় চলছে ব্যাপক আলোচনা। শিল্পীদের প্রতি অবহেলা এবং বকেয়া পারিশ্রমিকের মতো বিষয় নিয়ে এমন বিতর্কে আবারও প্রশ্ন উঠেছে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির পেশাদারিত্ব ও নৈতিকতা নিয়ে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন