Ridge Bangla

রাতের মধ্যে ৮টি অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের আটটি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে। এসব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর স্থানীয় নৌযান, বিশেষ করে ছোট নৌযান এবং জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে চলতি সপ্তাহেও দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর সক্রিয়তা ও বায়ুচাপের পার্থক্যের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। রাতের মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন