Ridge Bangla

রাতের মধ্যেই দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদী বন্দরে ১ নম্বর সতর্কতা

দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে আজ রাত ১টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২৭ জুলাই) রাতে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাস অনুযায়ী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে সন্ধ্যায় আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন