Ridge Bangla

রাজামৌলির চিত্রনাট্যে ঝড় তুলতে আসছেন মহেশ ও প্রিয়াঙ্কা

দক্ষিণ ভারতের সুপারস্টার মহেশ বাবুর ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ও প্রতীক্ষিত সিনেমা হতে যাচ্ছে ‘এসএমবি ২৯’, যার পরিচালনায় রয়েছেন ‘বাহুবলী’ ও ‘আরআরআর’ খ্যাত এস. এস. রাজামৌলি। হায়দরাবাদে দীর্ঘ প্রস্তুতির পর এবার সিনেমাটি নিয়ে প্রকাশ্যে এল দারুণ সব চমকপ্রদ তথ্য।

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বৃহৎ অ্যাকশন দৃশ্য ধারণ করতে চলেছেন রাজামৌলি। জানা গেছে, ছবিটিতে কোনো বডি ডাবল ব্যবহার না করে সব বিপজ্জনক স্টান্ট নিজেই করবেন মহেশ বাবু। ফলে ‘বাহুবলী’-এর মতোই এই ছবিতেও থাকবে চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ও দেহসজ্জার শৈল্পিক সমন্বয়।

মহেশ বাবুর বিপরীতে অভিনয় করবেন আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ছবির কাস্টে থাকছে বিশ্বের বিভিন্ন দেশের অভিনেতা–অভিনেত্রীদের সমন্বয়ে গঠিত গ্লোবাল টিম। সংগীতে আছেন অস্কারজয়ী সুরকার এম. এম. কীরাবাণী এবং প্রযোজনায় রয়েছেন কে এল নারায়ণ।

অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও ইন্টারন্যাশনাল স্পাই থ্রিলার ঘরানার এই ছবির শুটিং হবে ভারতের বাইরেও। আফ্রিকার মরুভূমি থেকে শুরু করে ইউরোপের নানা মনোরম লোকেশন পর্যন্ত ছড়িয়ে পড়বে এই ছবির চিত্রধারণ।

এই মেগাপ্রজেক্টে রাজামৌলি নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, আর মহেশ বাবু তৈরি হচ্ছেন নতুন এক উচ্চতায় পৌঁছাতে। ভক্তদের মতে, এটি হতে যাচ্ছে ভারতের ইতিহাসে অন্যতম সেরা অ্যাকশন সিনেমা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন