রাজস্থানের দৌসা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ শিশু ও ৩ নারীসহ ১০ জন নিহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে মনোহরপুর হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দ্রুতগামী যাত্রীবাহী পিকআপ ভ্যান ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানের কয়েক ডজন যাত্রী দুর্ঘটনার কবলে পড়েন।
নিহতরা সালাসর বালাজি ও খাতু শ্যাম মন্দির থেকে প্রার্থনা শেষে ফিরছিলেন। দৌসা পুলিশ সুপার সাগর রানা জানিয়েছেন, গুরুতর আহত ৯ জনকে জয়পুরে স্থানান্তর করা হয়েছে এবং আরও কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, উত্তর প্রদেশের বাসিন্দারা দুটি পিকআপ ভ্যানে করে ফিরছিলেন। পথিমধ্যে একটি পিকআপ ভ্যান এগিয়ে যাওয়ার সময় অপর ভ্যানটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় পিকআপ ভ্যানে যাত্রীসংখ্যা ছিল বেশি।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আহতদের দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়ার কথা উল্লেখ করেন। স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শর্মা তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে সড়ক নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছেন। এই দুর্ঘটনা রাজস্থানের মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।