Ridge Bangla

রাজশাহীতে মদ পানে দুজনের মৃত্যু

মদ পান

আজ মঙ্গলবার সকালে রাজশাহীতে মদ পানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন চারঘাট উপজেলার নিমপাড়া এলাকার মাসুদ রানা (৩৫) ও নাদিম ইসলাম (২৮)। আজ সকালে দুই ঘণ্টার ব্যবধানে তারা মারা যান। একইসঙ্গে মদ পানকারী উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজশাহী চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নাদিম ইসলাম ও মোহাম্মদ টনি দুই বন্ধু। মাসুদ রানার ভ্যান রিজার্ভ করে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টনি, মাসুদ রানা, নাদিম ও মেহেদী ঝিকরা এলাকার মামুন নামের এক ব্যক্তির কাছে মদ পান করতে যান। তিনি সামান্য পরিমাণে মদ পান করার পর অসুস্থবোধ করেন এবং বিরত থাকেন, তবে নাদিম ও রানার অধিক পরিমাণে মদ পান করেন। রাতেই তারা অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মোহাম্মদ টনি নামের আরও এক যুবক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।

মাসুদ রানার স্ত্রী সাবিনা খাতুন জানান, “আমার স্বামী রবিবার রাত ৮টার দিকে বাড়িতে আসেন। মদ পান করেছিলেন কিনা জানি না, তবে রাতে দুটি বিস্কুট ছাড়া আর কিছু খাননি। সোমবার সারাদিন ঘুমিয়েছিলেন। সন্ধ্যার পর থেকে পেট ব্যথা শুরু হয়। গ্যাস্ট্রিকজনিত সমস্যা ভেবে রাত ২টার দিকে হাসপাতালে নিয়ে গেলে সকালে মারা যান।”

পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার পর বিস্তারিত তথ্য জানানো হবে।

আরো পড়ুন