রাজশাহী নার্সিং কলেজে ডিপ্লোমা ও বিএসসি নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, এ ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কিছু নার্সও জড়িত ছিলেন।
কলেজের অধ্যক্ষ মতিয়ারা খাতুন বলেন, “ডিপ্লোমা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের কোর্সকে বিএসসি’র সমতুল্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এই দাবি ঘিরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।” তিনি আরও জানান, ঘটনার সময় তিনি একটি সভায় ছিলেন এবং পরবর্তীতে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ডিপ্লোমা শিক্ষার্থীদের অভিযোগ, তারা আন্দোলন সংক্রান্ত বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করছিলেন, তখন কিছু বিএসসি শিক্ষার্থী এসে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ও কটূক্তি করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন রামেক হাসপাতাল থেকে কিছু বিএসসি নার্স এসে ডিপ্লোমা শিক্ষার্থীদের মারধর করেন ও কলেজে ভাঙচুর চালান। উত্তরে ডিপ্লোমা শিক্ষার্থীরাও রামেক হাসপাতালে গিয়ে পাল্টা হামলা চালান এবং কয়েকজন নার্সকে লাঞ্ছিত করেন।
পরে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজপাড়া থানার ওসি এবং রামেক হাসপাতালের পরিচালক জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং উভয় পক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।