Ridge Bangla

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীর কালুখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী মকিম মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।

দণ্ডপ্রাপ্ত মো. মকিম মোল্লা চরকুলটিয়া গ্রামের বাসিন্দা এবং আজিজ মোল্লার পুত্র। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি স্ত্রী নাজমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন মকিম মোল্লা। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত নাজমা বেগম তার প্রথম স্বামীর সঙ্গে যোগাযোগ করায় ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটান মকিম। পরদিন সকালে পুলিশ কাশমিয়ার বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ভাই ইমাম আলী বাদী হয়ে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুর রাজ্জাক বলেন, “আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। বিচারপ্রার্থী পরিবার ন্যায়বিচার পেয়েছে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন