বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি পোস্ট ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, “এই তথ্য সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।”
আইএসপিআরের ব্যাখ্যায় বলা হয়, সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য মাঝে মাঝে বহির্ভূত উৎস থেকে বেসরকারি বাস ভাড়া নেওয়া হয়। এসব বাসে কখনো অস্থায়ীভাবে ‘বাংলাদেশ আর্মি’ লেখা বা লোগো বসানো হতে পারে। তবে কোনো বেসরকারি পরিবহন কোম্পানি সেনাবাহিনীর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরও যদি এসব লোগো ব্যবহার করে থাকে, তা সম্পূর্ণ বেআইনি এবং অনুমোদনহীন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।” একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার আহ্বান জানানো হয়।
আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সংবিধান, রাষ্ট্রীয় নিরাপত্তা ও পেশাদারিত্বের প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ থেকে দায়িত্ব পালন করে আসছে।