বিধানসভা নির্বাচনের প্রচারে ঋত্বিকা সেনের অংশগ্রহণ নিয়ে কিছুদিন ধরে চলা জল্পনা আপাতত থেমে গেল। ২১ জুলাইয়ের রাজনৈতিক মঞ্চে অনুপস্থিত থাকলেও নায়িকা ফিরলেন নতুন চলচ্চিত্রের হাত ধরে। আতিউল ইসলামের পরিচালনায় নির্মিত হতে চলা থ্রিলার ছবি ‘মহরত’-এ মীরের বিপরীতে অভিনয় করছেন ঋত্বিকা।
এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, অনিন্দিতা সোম ও দেবরাজ ভট্টাচার্য।
ছবির গল্প আবর্তিত হয়েছে শহরের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে গুলি করে খুনের ঘটনার চারপাশে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত চিত্রপরিচালক। খুনের তদন্তে মিডিয়ার সক্রিয় ভূমিকা, সম্পর্কের দ্বন্দ্ব, প্রতিহিংসা এবং ক্ষমতার লড়াই ছবিতে তুলে ধরা হবে।
ছবিতে মীর অভিনয় করছেন ঈশান চরিত্রে, আর ঋত্বিকা থাকছেন মোহর নামে এক সাহসী রিপোর্টারের ভূমিকায়।
চরিত্র সম্পর্কে ঋত্বিকা বলেন, “মোহর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক নির্ভীক সাংবাদিক। ছবির শুরুতেই ঘটে একটি বড়সড় খুন, যা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। মোহরের লড়াই সেই সত্য প্রকাশের জন্য।”
ঋত্বিকা আরও জানান, “মোহরের এই যুদ্ধে ঈশান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছবিটি এই বছরেই মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।”
রাজনীতিতে যোগদানের গুঞ্জনের ব্যাপারে সরাসরি কিছু না বললেও, তিনি স্পষ্ট করেছেন, আপাতত তার মনোযোগ অভিনয়েই রয়েছে।